মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দুপুর একটার দিকে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান (৪৬) ঘটনাস্থলে মারা যান। নিহত আজিজুর রহমান টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ফাইজপুর গ্রামের বাসিন্দা।

অন্য দুর্ঘটনাটি ঘটে আজ ভোর সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের হিজুলী আম্বলা কোল্ড স্টোরেজের সামনে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর খান বিষয়টা নিশ্চিত করেন।

কংক্রিট মিক্সার মেশিন পিকআপ ভ্যানে করে গন্তব্যে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি উল্টে যায়। এতে  পিকআপ ভ্যানে থাকা ১৫ জন নির্মাণ শ্রমিকের আট জন মিক্সচার মেশিনের নীচে চাপা পড়ে মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গাবতলী এলাকার আলম মিয়া (৪০) ও সিদ্দিক মিয়া (৪০)।

Comments