সাভার পৌরসভা নির্বাচন

নির্বাচন নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ না করার পরামর্শ রিটার্নিং কর্মকর্তার

আসন্ন সাভার পৌরসভা নির্বাচন নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাভার পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।
Savar_DS_Map.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

আসন্ন সাভার পৌরসভা নির্বাচন নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাভার পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।

আজ বুধবার বিকেলে আসন্ন সাভার পৌরসভা নির্বাচন নিয়ে সাভার সরকারি কলেজ ভবনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন একটি সেনসিটিভ বিষয়, একটি নিউজের জন্য সব গণ্ডগোল হয়ে যাবে, পুরো পরিস্থিতি পাল্টে যাবে, পরিস্থিতি কন্ট্রোলে আনা কঠিন হয়ে যাবে… নেগেটিভ থাকলেও সবকিছু পজিটিভলি দেখতে হবে। আমাদের নির্বাচন ঠিক থাকতে হবে।’

‘এটি সরকারের শিডিউল বা নির্বাচন কমিশনের শিডিউল, এটি নিয়ে কোনো সময় আপোষ নেই,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘কারো কোনো ভুল-ভ্রান্তি থাকলে আমরা পারসোনালি বলবো। একটা নিউজ করে দিলে হয়তো আপনার একটু ক্রেডিট হবে। কিন্তু আমার জন্য, ওসি সাহেবের জন্য, সাভার পৌরবাসীর জন্য বিষয়টি কষ্টকর হয়ে যাবে। কোনো নেগেটিভ ঘটনা ঘটলে আপনারা আমাকে জানাবেন। আমি যদি কোনো ব্যবস্থা না নেই, তখন আপনারা নিউজ পরিবেশন করবেন।’

মো. মুনির হোসাইন খান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা অনেক সময় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সম্পদের বিবরণ নিয়ে প্রশ্ন করেন। এতে ওই প্রার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ফলে, তার নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এগুলো কিন্তু করা যাবে না। যদি কেউ করেন, আমি কিন্তু তার অফিসে রিপোর্ট করব।’

এসময় সাংবাদিকরা ধামরাই পৌরসভা নির্বাচনে অনেক প্রিজাইডিং কর্মকর্তার সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা ও খারাপ আচরণ করার বিষয়টি তুলে ধরে। সাংবাদিকরা এ প্রসঙ্গ তুলে জানতে চান- সাভার পৌরসভা নির্বাচনেও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাংবাদিকরা কি সংবাদ প্রকাশ করবে না?

এমন প্রশ্নের জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে বসবো। সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেখানে তাদের সকল নির্দেশনা দেওয়া থাকবে।’

তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় এক সাংবাদিক জানতে চান- কেন্দ্রের ভোট কক্ষে কোনো অনিয়ম হলে সেই সংবাদ প্রকাশ করাতে কোন আইনি বাধা আছে কিনা?

এই প্রশ্নের জবাবে জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘গোপন কিংবা ভোট কক্ষের কোনোটারই ছবি তোলা যাবে না। শুধু কেন্দ্রে ভোটারদের লাইনের ছবি তোলা যাবে।’

Comments

The Daily Star  | English

Bangladesh’s exports slip 6.05% in November

Exports from Bangladesh declined 6.05 percent year-on-year to $4.78 billion in November amid a continued slowdown in readymade garment shipments, official figures showed today

1h ago