কাল ভোর থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও পাবনার যানবাহন ভাঙচুর ও পরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা।

পাবনা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়ি চলাচলে বাঁধা সৃষ্টি করাসহ অতিরিক্ত চাঁদা আদায় এবং পরিবহন চালক ও যাত্রীদের মারধরের ঘটনা ঘটছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, শাহজাদপুর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এবং সড়ক পরিবহন ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা আলোচনা করেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ‘সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী গাড়ির চালককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় পাবনা থেকে সব যানবাহন গত প্রায় এক সপ্তাহ ধরে বনপাড়া-হাটিকুমরুল হাইওয়ে হয়ে চলাচল করলেও, সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি জানান, সড়ক পথের চাঁদাবাজি বন্ধসহ ছয় দফা দাবিতে পাবনা মোটর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ গত সোমবার ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ে কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

ধর্মঘটের কারণে পাবনার সঙ্গে দেশের সব জেলার সড়ক পথে যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

পরিবহন ধর্মঘটের ব্যাপারে যোগাযোগ করা হলে পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ খান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পাবনা থেকে দেশের প্রায় ২২টি জেলায় গাড়ি চলাচল করে। ধর্মঘট চলাকালে পাবনা থেকে সব রুটের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। পাবনার ওপর দিয়ে চলাচলকারী অন্যান্য জেলার যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হবে।’

পাবনার জেলা প্রশাসক কবির মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সমস্যা সমাধানে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।’

আরও পড়ুন:

৬ দফা দাবি না মানলে বুধবার থেকে পাবনায় পরিবহন ধর্মঘট

Comments

The Daily Star  | English

Primary Schools: Dropouts up after 14 years of decline

In a setback for the country’s primary education system, the school dropout rate saw a sudden rise last year after a steady decline over 14 years, according to a government report.

9h ago