রিয়ালের হোঁচটের পরও সন্তুষ্ট জিদান

মৌসুমের শুরুটা ভালো না হলেও সব প্রতিযোগিতা শেষ ছয়টি ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু আগের দিন অপেক্ষাকৃত দুর্বল এলচের বিপক্ষে হোঁচট খেয়েছে দলটি। তাতে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে শীর্ষে থাকার সুযোগও। কিন্তু তারপরও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট দলের প্রধান কোচ জিনেদিন জিদান।
এলচের মাঠে আগের দিন ১-১ গোলে ড্র করে রিয়াল। অবশ্য ম্যাচের ২০তম মিনিটেই এগিয়ে গিয়েছিল তারা। আরও একবার দলের ত্রাতা ছিলেন লুকা মদ্রিচ। দারুণ এক গোল দেন তিনি। কিন্তু এরপর আর নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি দলটি। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে তারা।
এলচের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা বলেন জিদান, ‘আমি (মার্সেলো ও মার্কো আসেনসিওর পারফরম্যান্সে) সন্তুষ্ট। আমি আসলে দলের সবার খেলায় সন্তুষ্ট। এমনকি যারা একটু কম খেলতে পেরেছে তাদের উপরও।’
তবে ম্যাচটা জিততে না পারায় কিছুটা হতাশা ঝরে তার কণ্ঠে, ‘আমার অনুভূতি খুব ভালো নয়, কারণ আমরা ম্যাচটা জিতে শেষ করতে পারিনি। এরপর ড্র, তারা পেছনে চলে যায় এবং এটা খুব কঠিন হয়ে যায়।’
অতিরিক্ত আত্মতুষ্টির কারণে রিয়ালের এমন হোঁচট বলে মনে করেছেন অনেকে। তবে এমনটা ভাবছেন না জিদান, ‘মনে হয় না যে অতিরিক্ত আত্মবিশ্বাসের বিষয় ছিল এটা, কারণ আমরা জানতাম যে আমরা কী খেলছিলাম। দ্বিতীয় গোলটি ছিল মুল চাবিকাঠি, কিন্তু আমরা আর গোল পেলাম না। এরপর তারা পিছিয়ে গেল এবং আমরা পারিনি, তবে আমাদেরও সম্ভাবনা ছিল।’
এ ড্রয়ে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। দুই ম্যাচ খেলেও ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা।
Comments