আরও অনেক বছর খেলতে চান রোনালদো
আর মাস খানেক পরেই ৩৬ এ পা রাখবেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্যারিয়ারের এমন পর্যায়ে অনেক খেলোয়াড়েরই বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এ পর্তুগিজ তারকা। আর এখানেই শেষ করতে চান না তিনি। আরও অনেক বছর খেলতে চান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
গত মৌসুমে সিরি আয় ৩১ গোল করেছিলেন রোনালদো। মৌসুমের শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়া চিরো ইম্মোবেলের সঙ্গে দারুণ প্রতিযোগিতা করেছেন। চলতি মৌসুমেও অসাধারণ ছন্দে ছুটে চলেছেন। ১২ গোল নিয়ে এখন পর্যন্ত সিরি আর সর্বোচ্চ গোলদাতা তিনি। জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে তাদের মাঠে হারানোর মূল কৃতিত্বই তার। জোড়া গোল করেছেন।
এ বয়সেও যে গতিতে এগিয়ে গেছেন তাতে কোথায় থামবেন রোনালদো? এমন প্রশ্নে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, 'বয়স বিবেচনা করার বিষয় না। যা গুরুত্বপূর্ণ তা হল মানসিকতা।'
ছন্দের ধারাবাহিকতা ধরে রেখে চালিয়ে জেতে চান এ পর্তুগিজ তারকা, 'ক্রিস্তিয়ানো রোনালদো ভালো কি-না তা বিবেচ্য নয়, কাল কী হতে চলেছে তা আপনি জানেন না। এই মুহূর্তে আমি বর্তমানে বসবাস করছি। মুহূর্তটি ভালো, আমি আনন্দিত, আমি তীক্ষ্ণ অনুভব করছি। এবং আমার জীবনের একটি ভালো সময়ে আছি।’
২০২২ বিশ্বকাপ খেলতে চান কি-না প্রশ্নে রোনালদো বলেন, ‘আমি আশা করি অনেকগুলো আরও অনেক বছর খেলব তবে আপনি কখনই জানেন না (কি হবে)।'
Comments