১২ লাখ ডোজ চীনের ভ্যাকসিন কিনবে পাকিস্তান
চীনের সিনোফার্ম ফার্মাসিউটিক্যালসের তৈরি করোনা ভ্যাকসিনের ১২ লাখ ডোজ কিনবে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসাইন এক টুইটে এ কথা জানান।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার সাধারণ মানুষের ব্যবহারের জন্য প্রথম ভ্যাকসিন হিসেবে সিনোফার্মের করোনাভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে চীন। ভ্যাকসিনটি চীনের সরকারি অর্থায়নে তৈরি।
বৃহস্পতিবার চীন সিনোফার্মের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার পর পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসাইন এক টুইটে বলেন, ‘মন্ত্রিসভায় প্রাথমিক পর্যায়ে চীনের সিনোফার্ম থেকে ১২ লাখ ডোজ ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ এর প্রথম তিন মাসে এই ভ্যাকসিন সামনের সারির কর্মীদের বিনামূল্যে দেওয়া হবে।’
ডিসেম্বরের শুরুর দিকে করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে ১৫ কোটি ডলার অর্থ বরাদ্দের অনুমোদন দেয় পাকিস্তান। প্রাথমিক পর্যায়ে ৫ শতাংশ জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেয়ার জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে, কোন ভ্যাকসিন কেনা হবে সে বিষয়ে তখন কোনো ঘোষণা দেওয়া হয়নি। বলা হয়েছিল, একটি বিশেষজ্ঞ প্যানেল সুপারিশকৃত ভ্যাকসিনের তালিকা তৈরি করছে। একাধিক উৎস থেকেও ভ্যাকসিন কেনা হতে পারে।
বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসাইন রয়টার্সকে বলেন, ‘প্রাইভেট সেক্টর যদি আন্তর্জাতিকভাবে অনুমোদনপ্রাপ্ত কোনো ভ্যাকসিন আমদানি করতে চায় তাহলে তা করতে পারবে।’
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে করোনায় মারা গেছেন ১০ হাজার ১০৫ জন।
Comments