শেষ মুহূর্তেও মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির চেষ্টায় ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে সৌদি আরব, মিশর ও কুয়েতে অস্ত্র বিক্রির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প।
ছবি: এপি ফাইল ফটো

ক্ষমতা ছাড়ার আগে সৌদি আরব, মিশর ও কুয়েতে অস্ত্র বিক্রির চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার আল মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে প্রস্তাবিত ২৯০ মিলিয়ন ডলারের প্রেসিসন-গাইডেড বোমা বিক্রির চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার সৌদি আরবের কাছে ৩ হাজার জিবিইউ-৩৯ ছোট আকারের বোমা বিক্রির অনুমোদন দিয়েছে।

সৌদি রাজকীয় বিমান বাহিনী ইয়েমেন যুদ্ধে এই বোমা ব্যবহারের ওপর নির্ভরশীল উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েমেনে বেসামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের তৈরি এ ধরনের বোমা বারবার নিক্ষেপের কারণে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সৌদি আরব।

জো বাইডেন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে তার প্রশাসন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন যুদ্ধে সমর্থন দিবে না।

পেন্টাগন গত মঙ্গলবার কুয়েতে ৪ বিলিয়ন ডলারে ৮টি অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার বিক্রি, ১৬টি অ্যাপাচি হেলিকপ্টারের মানোন্নয়ন ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ বিক্রির ঘোষণা দিয়েছে।

একই সঙ্গে মিশরে সামরিক উড়োজাহাজের যন্ত্রাংশ বিক্রির ঘোষণা দিয়েছে পেন্টাগন।

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ায় সংযুক্ত আরব আমিরাতের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান ও এমকিউ-৯বি ড্রোন বিক্রির চেষ্টা আটকাতে গিয়ে চলতি মাসের শুরুতে ব্যর্থ হয় মার্কিন কংগ্রেস।

গতকাল বাগদাদে মার্কিন দূতাবাস ঘোষণা দিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা করতে দেশটির আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ৩০টি সাঁজোয়া যান পাঠনো হবে।

মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানির নিহত হওয়ার এক বছর পূর্তিতে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলার প্রস্তুতি হিসেবে সাঁজোয়া যানগুলো পাঠানো হচ্ছে বলে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

12h ago