ইসরায়েলের ৬১৪ সেনা করোনায় আক্রান্ত
ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) ৬১৪ সেনা করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার আইডিএফ বিষয়টি জানিয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়।
দ্য জেরুজালেম পোস্ট জানায়, ওই ৬১৪ জনের অবস্থা মাঝারি পর্যায়ে আছে। গত সোমবারের গণনা অনুযায়ী, বর্তমানে আইডিএফের সাত হাজার দুইশ ১৩ সদস্য কোয়ারেন্টিনে আছেন।
আজ হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, তারা বর্তমানে আটটি করোনা হোটেল পরিচালনা করছে। এরমধ্যে কোয়ারেন্টিনের জন্য পাঁচটি এবং ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য তিনটি।
এসব হোটেলে ৮৭১ জন রোগী আছেন এবং কোয়ারেন্টিনে আছেন এক হাজার ১৮৭ জন।
Comments