পাবনায় পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত
পাবনায় পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত করেছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘট স্থগিত হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
তবে সোমবারের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট কালের ধর্মঘট আবার শুরু করার হুমকি দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে চাঁদাবাজি, পরিবহন শ্রমিক ও যাত্রীদের লাঞ্ছনার প্রতিবাদে ছয় দফা দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পাবনায় এই ধর্মঘট ডাকা হয়েছিল।
তবে সংকট নিরসনে পাবনার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে শাহজাদপুর ও উল্লাপাড়ার পরিবহন মালিক শ্রমিক ও প্রশাসনের ত্রিপাক্ষিক সভা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। শাহজাদপুরের পরিবহন নেতারা সভায় না আসায় কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি বলে সভা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাবনা জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, পাবনার পরিবহন নেতাদের নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ার পরিবহন নেতাদের সমঝোতার সভার উদ্যোগ নিয়েছে পাবনা জেলা প্রশাসন। সভায় পাবনা ও উল্লাপাড়ার পরিবহন নেতাদের একাংশ অংশ নিলেও শাহজাদপুরের নেতৃবৃন্দ এতে যোগ না দেওয়ায় সভা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি।
পড়ে, পাবনা জেলা প্রশাসনের আহ্বানে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে তিন দিনের জন্য সোমবার পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এ সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে মঙ্গলবার থেকে আবারও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে বলে জানান হাবিব।
Comments