এবার চীনে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত
যুক্তরাজ্যে উদ্ভূত দ্রুত সংক্রমিত করোনার নতুন স্ট্রেইন প্রথমবারের মতো চীনে শনাক্ত হয়েছে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, দেশটির এক শিক্ষার্থী করোনার নতুন স্ট্রেইনে সংক্রমিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে।
সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যফেরত ২৩ বছরের চীনা শিক্ষার্থীর নতুন স্ট্রেইন শনাক্ত হয়। গত ১৪ ডিসেম্বর সাংহাইতে তার নমুনা পরীক্ষা করা হয়।
সিডিসির প্রকাশনায় বলা হয়েছে, ‘চীনে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এটি বড় ধরনের হুমকি হতে পারে।’
Comments