অর্ধেক সম্পত্তির মালিক কুকুর
ভারতের মধ্য প্রদেশে এক ব্যক্তি তার ১৮ একর জমির অর্ধেক তার কুকুরকে লিখে দিয়েছেন।
রাজ্যের ছিন্দোয়ারা জেলার বাড়িবাবা গ্রামের বাসিন্দা ওম নারায়ণ ভার্মার (৫০) চার মেয়ে ও এক ছেলে থাকা স্বত্বেও তিনি তার সম্পত্তির অর্ধেক তার স্ত্রীকে এবং বাকিটা তার পোষা কুকুরকে দিয়েছেন বলে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা জানিয়েছেন।
তিনি তার সন্তানদের জন্য সম্পত্তির কিছুই দিচ্ছেন না। দুদিন আগে তিনি জমির নতুন করে তৈরি দলিলে লিখেছেন, ১৮ একর জমি তার স্ত্রী ও কুকুরের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে।
সাবেক গ্রামপ্রধান ওম নারায়ণ ভার্মা এ প্রসঙ্গে আজ সাংবাদিকদের বলেন, 'ছেলেমেয়েদের প্রতি আমার আস্থা নেই। তাই আমার মৃত্যুর পরে স্ত্রী ও পোষা কুকুরকে সম্পত্তির মালিক করছি।'
তবে, কুকুরের মৃত্যুর হলে যে তার দেখাশোনা করবে সে সম্পত্তির ওই অংশ পাবে বলেও জানান তিনি।
Comments