আন্তর্জাতিক

নরওয়েতে ভূমিধস, শিশুসহ নিখোঁজ অন্তত ১০

দক্ষিণ নরওয়েতে ভূমিধসে শিশুসহ অন্তত ১০ জন নিখোঁজ আছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
ছবি: রয়টার্স

দক্ষিণ নরওয়েতে ভূমিধসে শিশুসহ অন্তত ১০ জন নিখোঁজ আছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ড্রোন এবং হেলিকপ্টার নিয়ে রাতভর উদ্ধার কাজ চলছে। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রাজধানী অসলো থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) উত্তরে জিজারড্রাম পৌরসভার একটি আবাসিক এলাকায় ভূমিধসটি আঘাত হানে। পরে ওই এলাকা থেকে ৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।

সম্প্রচার মাধ্যম এনআরকে জানিয়েছে, বিকেলে আরও দুটি বাড়ি খাদে পড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ সাংবাদিকদের বলেন, ‘এটি একটি বিপর্যয়। কিছু মানুষ আটকে থাকতে পারে... কিন্তু একইসঙ্গে আমরা নিশ্চিত হতেও পারছি না, কারণ এখন নববর্ষের ছুটি। তার মানে মানুষ অন্য কোথাও থাকতে পারে।’

উদ্ধার কাজে অনেক সময় লাগতে পারেও বলে জানান তিনি।

‘পরিস্থিতি এখনো এতোটাই অস্থিতিশীল যে, হেলিকপ্টার ছাড়া অন্য কোনোভাবে উদ্ধার প্রচেষ্টা অসম্ভব।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

4h ago