শীর্ষ খবর

চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুর ১২ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূরে আলম নুরুর ১২ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের আকবরশাহ থানার নাছিয়া ঘোনা এক নম্বর ঝিল পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূরে আলম নুরুর ১২ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরের আকবরশাহ থানার নাছিয়া ঘোনা এক নম্বর ঝিল পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বিবি কুলসুম ওরফে বিউটি বেগম, মো. মোশারফ হোসেন, মো. পারভেজ, মো. ওমর আলী, মো. জুয়েল রানা, মো. রাসেল, মো. বাবুল, আতা উল্যাহ, মো. সাঈদ, মো. হৃদয় হোসেন, মো. ইব্রাহিম খলিল ও অহিদুল ইসলাম বাদশা।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি কিরিচ, তিনটি ছোরা, দুইটি চাপাতি ও এক হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

নুরুর বিরুদ্ধে সরকারি পাহাড়ি জায়গা দখল করার অভিযোগ আছে বলে জানান তিনি।

ওসি আরও জানান, নুরুকে গ্রেপ্তারে গত ২৬ ডিসেম্বর অভিযান চালায় পুলিশ। এ সময় নুরু ও তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে, গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ ও আকবরশাহ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নুরুর ১২ সহযোগীকে গ্রেপ্তার করে।

তবে, অভিযানের খবর পেয়ে এবারও নুরু পালিয়ে যায় বলে জানান ওসি মোহাম্মদ জহির।

নুরুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে সরকারি পাহাড়ি এলাকা দখল করে কলোনি গড়ে তোলা, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে নগরের বিভিন্ন থানায় ২৪টি মামলা আছে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

7h ago