দিল্লিতে ১৫ বছরে সর্বনিম্ন ১.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
নতুন বছরের প্রথম দিনেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ভারতের রাজধানী দিল্লি। তীব্র শীত প্রত্যক্ষ করছে শহরটির অধিবাসীরা। সেখানে গত ১৫ বছরে সর্বনিম্ন এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারিতে শহরটিতে সর্বনিম্ন দুই দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
এর আগে, ২০০৬ সালের ৮ জানুয়ারি শহরটিতে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের রিজিওনাল ফরকাস্টিং সেন্টারের প্রধান কুলদীপ শ্রীভাস্ত জানান, কমে যাওয়া তাপমাত্রা আগামীকাল থেকেই বাড়তে শুরু করবে। আগামী ৪-৫ জানুয়ারির মধ্যেই শহরটির তাপমাত্রা বেড়ে আট ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।
কুলদীপ শ্রীভাস্ত বলেন, ‘রেকর্ড করা এই এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিগত ১৫ বছরের সর্বনিম্ন। এর আগে ২০০৬ সালে শহরটির তাপমাত্রা শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। শহরটিতে চলমান শৈত্যপ্রবাহের পরিস্থিতি আজ একইরকম থাকবে। তবে, আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।’
Comments