টেকনাফে উপজেলা ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজারে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ওসমান শিকদারকে (৩০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
ওসমান শিকদার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল বসর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এলাকায় মাদক চোরাকারবারি বন্ধে উদ্যোগ নিয়েছিলেন ওসমান শিকদার। এক সপ্তাহ আগে মাদক চোরাকারবারিরা তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ওসমান। এরপর টেকনাফ থানায় তিনি লিখিত অভিযোগ করেছিলেন। সে সময় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলে এ ঘটনা ঘটতো না।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোরে কচুবনিয়া গ্ৰামে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ওসমান শিকদারকে দুবৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকারীদের আটক করতে অভিযান শুরু হয়েছে।’
Comments