দীপিকার ইনস্টাগ্রাম-টুইটার পোস্ট উধাও

নতুন বছর শুরুতেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে সমস্ত ছবি-ভিডিও ও স্ট্যাটাস সরে গেছে।
dipika
দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

নতুন বছর শুরুতেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট থেকে সমস্ত ছবি-ভিডিও ও স্ট্যাটাস সরে গেছে।

ভারতের জি নিউজ এ তথ্য প্রকাশ করে বলেছে, এ নিয়ে দীপিকার ভক্তরা প্রশ্ন তুললেও কোনো জবাব দেননি ‘ওম শান্তি ওম’-অভিনেত্রী।

২০২০ সালের শেষের দিকে বলিউডের একাধিক অভিনেতা ও পরিচালকের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাকড হতে শুরু করে। দীপিকার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে কিনা, সে বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

কিন্তু, এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে আলোচনা চললেও তিনি রাজস্থানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

1h ago