যশোরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলকোট বাজারের কাছে বুড়িভদ্রা নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরের কেশবপুর উপজেলায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলকোট বাজারের কাছে বুড়িভদ্রা নদীর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী (১৮) কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তার মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।

কেশবপুর থানার এসআই ফজলে রাব্বী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’

পুলিশ জানায়, বুড়িভদ্রা নদীর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ‘কী কারণে, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।’

Comments