সু চি’র দলের অপহৃত ৩ প্রার্থীকে মুক্তি দিল আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অপহৃত দেশটির ক্ষমতাসীন দলের তিন রাজনীতিবিদকে মুক্তি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
MYANMAR.jpg
অপহরণের পর তোলা ছবিতে সু চি’র দলের ৩ প্রার্থী নি নি মে মিন্ট, চিট চিট চ এবং মিন অং। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অপহৃত দেশটির ক্ষমতাসীন দলের তিন রাজনীতিবিদকে মুক্তি দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

আজ শুক্রবার আরাকান আর্মির এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অক্টোবরের মাঝামাঝিতে নিষিদ্ধ আরাকান আর্মি ওই তিন রাজনীতিবিদকে অপহরণ করে। সেসময় দুই নারী ও এক পুরুষ প্রার্থী ৮ নভেম্বর জাতীয় নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন।

আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেন, ‘এটা হৃদ্যতাপূর্ণ আচরণ। আশা করি, মিয়ানমার সেনাবাহিনী ও মিয়ানমার সরকারও এমন আচরণ করবে।’

অপহৃত রাজনীতিবিদের চিন রাজ্যের পালেতার সেনা শিবিরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অং সান সু চি’র ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র।

মুখপাত্র মায়ো নিয়ুন্ত রয়টার্সকে টেলিফোনে বলেন, ‘আমরা এখনও তাদের সঙ্গে সাক্ষাত করিনি। এ ছাড়া, আমাদের কাছে আর কোনো তথ্য নেই।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago