দক্ষিণ আলজেরিয়ায় পিকআপ উল্টে নিহত ২০
আলজেরিয়ার বেসামরিক নিরাপত্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম জানিয়েছে, দক্ষিণ আলজেরিয়ায় একটি পিকআপ ট্রাক উল্টে ২০ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি জানায়।
আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস আজ শুক্রবার জানায়, রাজধানী আলজিয়ার্স থেকে দুই হাজার (১ হাজার ২৫০ মাইল) দূরে তামানরাসেট প্রদেশের আইন আমগুয়েল শহরের কাছে এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
মালি এবং নাইজারের সীমান্তের কাছে অবস্থিত তামানরাসেটকে ইউরোপে যেতে চাওয়া আফ্রিকান অভিবাসীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়।
সংস্থাটি তাদের ফেসবুক পেজে জানায়, নিহতদের মধ্যে ১৯ জন আফ্রিকান নাগরিক, যাদের মধ্যে শিশুও আছে।
তবে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
আহতদের হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
Comments