‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই উন্নয়নের চাকা ঘুরছে’

Health Minister.jpg
মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: স্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত পরশু ইংল্যান্ড এবং আজ ভারত তাদের দেশে করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এতে আমাদের পথ খুলে গেল। আমরা দ্রুত সময়ের মধ্যেই ভ্যাকসিন পেয়ে যাব।

তবে ভ্যাকসিন পেলেই যে করোনা চলে যাবে, তা নয়। সবাইকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানান তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের আয়োজনে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘করোনা মহামারির কারণে বিভিন্ন দেশে ১৮ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরও আট কোটি মানুষ। অনেক বড় বড় দেশের অর্থনীতিতে ধস নেমেছে, অর্থনীতির সূচক মাইনাসে চলে গেছে। করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলেই ওইসব দেশের এই অবস্থা। কিন্তু আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মাসেতুসহ সব সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছেন। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়।’

তিনি বলেন, ‘বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারেন। কিন্তু তারা করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবেন।’

মন্ত্রী আরও বলেন, ‘ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছেন। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনি স্টেডিয়াম, মিলনায়তন নির্মাণ, শহরের খাল উন্নয়নসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করা হবে।’

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, নবনির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, নবনির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা ও রাজিয়া সুলতানা।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন শিল্পরথের শিল্পীরা এবং গান পরিবেশন করেন জেলার গুণী শিল্পীরা।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago