ব্রাহ্মণবাড়িয়ায় ২ জেএমবি সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
আজ শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর দিঘীর উত্তর পাড় এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দাবি করেন, নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের আটক করা হয়েছে।
আটক দুজন হলেন- শাহবাজপুর গ্রামের মো. ইয়াহিয়া (২২) ও একই গ্রামের হুজাইফা সাদ (২০)।
শুক্রবার বিকেল পৌনে পাঁচটায় সাংবাদিকদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় র্যাব জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এই দুই সক্রিয় সদস্য বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংঘটনে ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি উগ্রবাদী বই, দুইটি বইয়ের অনুলিপি, প্রচারণা সংক্রান্ত চারটি লিফলেট, দুইটি মোবাইল ফোন ও তিন পৃষ্ঠা সাদা কাগজে প্রিন্ট করা মোবাইলে পাঠানো ক্ষুদেবার্তার (এসএমএস) কপি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা দুজন জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সমর্থক হয়ে ওঠে বলে স্বীকার করেছেন। পরে তারা জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরাইল উপজেলাধীন এলাকাসহ অনেক স্থানে জেএমবির সদস্য সংগ্রহ করে সংগঠনের কার্যক্রম পরিচালনাসহ লিফলেট ও মোবাইলের মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছিল।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটক দুজনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা করা হয়েছে।
Comments