বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম মারা গেছেন
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আজ শনিবার ভোরে মারা গেছেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম আজ ভোরে মারা গেছেন।
এতে আরও বলা হয়, আয়শা খানম বাষট্টির ছাত্র আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধসহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন।
তিনি ছাত্রজীবন শেষে বঞ্চিত অধিকারহীন নারীদের অধিকার আদায়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের নারী আন্দোলন এক অকৃত্রিম অভিভাবককে হারাল।
আয়েশা খানমের মরদেহ আজ সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়।
Comments