মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। হামলায় হাসান (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুই জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুজনের মাথায় আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে। গতকাল রাত ১১টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।’
বাচ্চু মিয়া আরও বলেন, ‘তাদের বাড়ি মহাখালী সাততলা বস্তিতে। রাত ১০টার দিকে কাঁচাবাজার এলাকায় একটি হোটেলে বসে তারা রাতের খাবার খাচ্ছিল। সে সময় দুর্বৃত্তরা হামলা চালায়। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।’
Comments