বিনা মূল্যে ভ্যাকসিন পাবেন ৩০ কোটি ভারতীয়

ভারতে অগ্রাধিকার ভিত্তিতে ৩০ কোটি জনগণকে বিনা মূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
আজ শনিবার সেদেশের গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
শুক্রবার ভারতে জরুরিভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছে ভারতের সরকারি বিশেষজ্ঞ প্যানেল।
শনিবার গণমাধ্যমকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
এক টুইটে তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে সারাদেশে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সম্মুখ সারির যোদ্ধাদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে আরও ২৭ কোটি অগ্রাধিকারপ্রাপ্তদের বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা চলছে।’
In 1st phase of #COVID19Vaccination free #vaccine shall be provided across the nation to most prioritised beneficiaries that incl 1 crore healthcare & 2 crore frontline workers
Details of how further 27 cr priority beneficiaries are to be vaccinated until July are being finalised pic.twitter.com/K7NrzGrgk3— Dr Harsh Vardhan (@drharshvardhan) January 2, 2021
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জনগণকে ভ্যাকসিন নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, ‘পোলিও ভ্যাকসিন দেওয়ার সময়ও বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। তবুও মানুষ ভ্যাকসিন নিয়েছিল এবং এ কারণেই ভারত এখন পোলিওমুক্ত রয়েছে।’
ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩ লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। করোনায় মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২১৮ জন।
Comments