তিন মাসের জন্য মাঠের বাইরে কৌতিনহো
শঙ্কাটা আগেই ছিল। শেষ পর্যন্ত সে শঙ্কাই সত্যি হলো। অস্ত্রোপচার করাতে হচ্ছে ফিলিপ কৌতিনহোকে। ফলে তিন মাসের জন্য ছিটকে গেলেন এ ব্রাজিলিয়ান তারকা। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা।
সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। আগের ম্যাচে ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল এইবারের কাছে হোঁচট খেয়ে বছর শেষ করেছে দলটি। আর সেই ম্যাচে ইনজুরিতে পড়েন দলের অন্যতম ভরসা কৌতিনহো।
বিবৃতিতে বার্সেলোনা লিখেছে, '২ জানুয়ারি শনিবার সকালে ফিলিপ কৌতিনহোর বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে, যে কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।'
এইবারের বিপক্ষে ১-১ গোল ড্র করা ম্যাচে আগের দিন মূল একাদশে ছিলেন না কৌতিনহো। দ্বিতীয়ার্ধে মিরালেম পিয়ানিচের জায়গায় বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি। বাঁ হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আগেই পাঁচ খেলোয়াড় বদল করে ফেলায় তাই শেষ দিকে ১০ খেলোয়াড় নিয়ে খেলতে হয় কাতালানদের।
বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছিল না কৌতিনহোর। তবে ধারে বায়ার্ন মিউনিখ থেকে ফেরার পর চলতি মৌসুমে অবশ্য দারুণ শুরু করেছিলেন। কিন্তু এরপর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছন্দপতন হয়। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর ফিরলেও আবারও ইনজুরিতে পড়লেন এ ব্রাজিলিয়ান তারকা। সব মিলিয়ে এ মৌসুমে ১৪ ম্যাচে মাঠে ছিলেন তিনি। তাতে ৩টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন এ ব্রাজিলিয়ান।
কৌতিনহোকে লম্বা সময়ের জন্য হারানো নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় ধাক্কা। এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না। তার উপর দলের অন্যতম প্রধান তারকা জেরার্দ পিকে, তরুণ আনসু ফাতি ও সের্জি রোবার্তো ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন।
Comments