ভারতে বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমতি বিশেষজ্ঞ কমিটির
ভারতে এবার বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞ কমিটি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে শনিবার রাতে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন। এখন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রয়টার্স সূত্রের বরাত দিয়ে জানায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
আজকের বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ কমিটি আজ ও গতকাল দুদিন বৈঠক করে। বৈঠক শেষে ডিসিজিআই এর কাছে ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি দিতে সুপারিশ করেছে।
এতে আরও বলা হয়, বিশেষজ্ঞ কমিটি ক্লিনিক্যাল ট্রায়ালের মতো করে যথেষ্ট সতর্কতা নিয়ে জনস্বার্থে জরুরি ব্যবহারে 'সীমিত আকারে' কোভ্যাক্সিন ব্যবহারের জন্য ভারত বায়োটেককে অনুমতি দিয়েছে।
এ ছাড়া, কমিটি আহমেদাবাদের ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেডের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনারও অনুমতি দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
কোনও ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করলে সাধারণত সেটি নিরাপদ ও কার্যকর বলেই ধরে নেওয়া হয়।
Comments