আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮১৭৭, মৃত্যু ২১৭

ভারতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২১৭ হন।
India corona
কলকাতায় করোনা ভ্যাকসিনের দেয়ালচিত্র আঁকছেন এক শিল্পী। ২ জানুয়ারি ২০২০। ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২১৭ হন।

আজ রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে এটিই আক্রান্তের সবচেয়ে কম সংখ্যা।

এতে আরও বলা হয়েছে, ভারতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ২৩ হাজার ৯৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ৪৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ২০ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯৯ লাখ ২৭ হাজার ৩১০ জন। দেশটিতে সুস্থতার হার ৯৬ দশমিক ১৫ শতাংশ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন গণমাধ্যমকে বলেছেন, দেশটিতে প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ১ কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সম্মুখ সারির কর্মীকে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার জন্যেও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

5h ago