কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল ৭টার দিকে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকাল ৭টার দিকে কারওয়ান বাজারের শুঁটকি পট্টি এলাকায় এক বৃদ্ধ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দেখে ভবঘুরে প্রকৃতির বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’
Comments