নারায়ণগঞ্জে কনকা কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলেক্ট্রো মার্ট লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পুরাতন টিপরদি এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
সোনারগাঁও ফায়ার স্টেশনের ইনচার্জ সুজন কুমার হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সোনারগাঁও, বন্দর ও ডেমরা স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।’
এলাকাবাসী জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকেরা দৌড়ে কারখানা থেকে বের হয়ে আসেন। ভেতরে কেউ আটকা পড়েছেন কি না জানা যায়নি।
Comments