কনকা কারখানার আগুন নিয়ন্ত্রণে

Fire_Kanka_Narayanganj_3Jan.jpg
আজ রোববার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলেক্ট্রো মার্ট লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলেক্ট্রো মার্ট লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার দুপুর ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় উপজেলার পুরাতন টিপরদি এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল।’

এলাকাবাসী জানান, সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার সময় কারখানার তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় তিন শ শ্রমিক কারাখানায় কাজ করেন। যখন আগুনের সূত্রপাত হয় তখন আনুমানিক দেড় শ শ্রমিক কারখানায় ছিলেন। তারা নিরাপদে বের হয়ে এসেছেন। একজন আটকা পড়েছেন, পরে তিনি কাঁচের জানালা ভেঙে লাফিয়ে পড়েন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই কারখানায় মূলত রেফ্রিজারেট তৈরি করা হয়। ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন ডাম্পিং চলছে। শেষ হলে কীভাবে সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানানো যাবে।’

তবে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। পরিচয় না প্রকাশ করে এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে কনকা কারখানায় অগ্নিকাণ্ড

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago