ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নবজাতক শিশু ও সিএনজিচালিত অটোরিকশা চালকসহ সাত জন নিহত হয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুপুর একটার দিকে নেত্রকোনা থেকে আসা ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজন নিহত হয়।’
ওসি জানান, ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাচ্ছিল।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয় যায়।
Comments