শিশু পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

শিশু পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টা থাকার অভিযোগে কে. এম মীরাজুল আজম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। তার ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি জব্দ করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

শিশু পর্নোগ্রাফিতে সংশ্লিষ্টা থাকার অভিযোগে কে. এম মীরাজুল আজম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ। তার ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি জব্দ করা হয়েছে।

আজ রোববার ডিএমপি’র সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকার মুগদা এলাকায় অতীশ দীপঙ্কর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নাজমুল ইসলাম আরও বলেন, ‘মীরাজুল অনলাইনে যোগাযোগ স্থাপন করে পর্নো ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতেন। সম্প্রতি ভারতীয় অপ্রাপ্ত বয়স্ক এক নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আড়াই লাখ রুপি দাবি করেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Comments

The Daily Star  | English
train derailed in Tejgaon

Dhaka's rail link with rest of the country restored

The rail connectivity between Dhaka with the rest of the country has been restored 4.5 hours after the derailment of a train in Tejgaon

47m ago