ভের্নার-হাভার্টজের সংগ্রামকে 'স্বাভাবিক' বলছেন গুন্ডুগান
৫৩ মিলিয়ন ইউরোতে টিমো ভের্নার আর ৮১ মিলিয়ন ইউরোতে কাই হাভার্টজ। চলতি মৌসুমের শুরুতে এ পরিমাণ বড় অঙ্ক খরচ করে এ দুই জার্মান তারকাকে কিনে এনেছিল চেলসি। কিন্তু মৌসুমে এখন পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন এ দুই তারকা। এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। তবে তাদের প্রিমিয়ার লিগে সংগ্রাম করার যথেষ্ট কারণ দেখছেন ম্যানচেস্টার সিটিতে খেলা আরেক জার্মান তারকা ইকাই গুন্ডুগান।
জাতীয় দলে ভের্নার ও হাভার্টজের সঙ্গে একই সঙ্গে খেলেন গুন্ডুগান। স্বাভাবিকভাবেই এ দুই তারকা সামর্থ্য সম্পর্কে খুব ভালো করেই জানেন তিনি। কিন্তু মৌসুমের প্রায় অর্ধেক শেষ হওয়ার পর ইংলিশ লিগে তাদের মানিয়ে নিতে না পারায় তাদের নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। কারণ দুইজনের পেছনে ক্লাবের খরচও অনেক। অথচ তারা ছন্দহীনতার কারণে প্রথম একাদশেও জায়গা হারিয়েছেন।
'তাদের দুইজন নতুন জার্মান খেলোয়াড় যারা এখানে মানিয়ে নেওয়ার যথেষ্ট চেষ্টা করছে। স্বাভাবিকভাবে আমি মনে করি ভিন্ন দেশ থেকে এসে প্রিমিয়ার লিগে দ্রুত মানিয়ে নেওয়া এতো সহজ নয়। কিন্তু এখন পরিস্থিতি আরও কঠিন হচ্ছে। আমার মনে হয় এই সংগ্রাম তাদের জন্য খুবই স্বাভাবিক। তবে তাদের দুইজনই অসাধারণ মেধাবী। আমি নিশ্চিত তারা এ লিগে মানিয়ে নিয়ে নিজেদের প্রমাণ করবে।' -জাতীয় দলের দুই সতীর্থকে নিয়ে এমনটাই বলেন গুন্ডুগান।
আজ রোববার রাতে ভের্নার, হাভার্টজের চেলসির মোকাবেলা করবে গুন্ডুগানের ম্যানসিটি। লিগে এ দুই দলের পয়েন্ট সমান ২৬। আজ লড়াইটা তাই এগিয়ে যাওয়ার। তবে সাম্প্রতিক সময়ে চেলসি কিছুটা ছন্দ হারিয়েছে। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে অপরাজিত সিটি। কিন্তু তারপরও ব্লুজদের বিপক্ষে ম্যাচ জয় সহজ হবে না বলে মনে করেন এ জার্মান, 'অন্য বছরের মতো চেলসির এবারও অসাধারণ কিছু খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল রয়েছে। তারা দারুণ দল এবং তাদের উচ্চাকাঙ্ক্ষী একজন কোচ রয়েছেন তাই আমি মনে করি তারা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। শুধু এই সপ্তাহে নয়, পুরো লিগ জুড়েই।'
আর শক্তিশালী দলগুলো নিয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট লিগ নিয়ে বেশ উচ্ছ্বসিত এ জার্মান তারকা, 'অবশ্যই আপনি ম্যাচ জিততে চাইবেন এবং প্রথম স্থানে আসতে চাইবেন। কিন্তু এখানে সবাই চ্যালেঞ্জিং এবং সবাই নিজেদের সবকিছু নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। আর এ কারণে প্রিমিয়ার লিগ বিশেষ কিছু।'
Comments