ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৩ তক্ষক উদ্ধার
ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।
গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা এই অভিযান চালায়।
আজ সোমবার কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য তিন কোটি ত্রিশ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তক্ষক তিনটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments