চট্টগ্রামে সমাহিত হবেন ঢাবি অধ্যাপক আহমেদ কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ কবির গতকাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
Prof. Ahmed Kabir.jpg
অধ্যাপক ড. আহমেদ কবির। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ কবির গতকাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

ঢাবি বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক জানান, রোববার সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক আহমেদ কবির মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অধ্যাপক কবিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক আজিজুল হক জানান, শুভাকাঙ্ক্ষীরা যেন শেষবারের মতো দেখতে পারেন সেজন্য প্রয়াত আহমেদ কবিরকে আজ সোমবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

অধ্যাপক কবির স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার তিন মেয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

অধ্যাপক কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

Comments