আয়কর দাতার সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লাখ

করোনা মহামারির মধ্যেও চলতি অর্থ বছরে দেশে আয়কর দাতার সংখ্যা প্রায় আড়াই লাখ বেড়েছে।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।
বোর্ডের দেওয়া তথ্য মতে, গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল হয়েছে ২১ লাখ ৫১ হাজার ৩২৬ টি। এর বিপরীতে কর আদায় হয়েছে ৪ হাজার ১০ কোটি টাকা।
গত বছর রিটার্ন জমা পড়েছিল ১৯ লাখ ৯ হাজার ৩৬৭টি এবং কর আদায় হয়েছিল ৪ হাজার ১৮ কোটি টাকা।
গত ৩১ ডিসেম্বর ছিল রিটার্ন জমা দেয়ার শেষ দিন। আইন করে আয়কর রিটার্নের তারিখ ৩০ নভেম্বর করা হয়েছে। তবে করোনা মহামারির কারণে বিভিন্ন সংস্থার আবেদনের প্রেক্ষিতে তা এক মাস বাড়ানো হয়েছিল।
Comments