ভারতের ভ্যাকসিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ভ্যাকসিনের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ চুক্তি সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার ভিত্তিতে করা হয়েছিল। তাই আমাদের ওপর কোনও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।‘
'সুতরাং, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই,' যোগ করেন তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তার এ বিষয়ে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'ভ্যাকসিন যথাসময়ে আসবে। এই মাসের শেষের দিকে আসবে।'
তিনি বলেন, 'ভারত ও বাংলাদেশ একই সঙ্গে সেরামের ভ্যাকসিন পাবে।'
'ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাংলাদেশের এ বিষয়ে অবশ্যই উদ্বিগ্ন হওয়া উচিত নয়,' বলেন তিনি।
সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, 'এটি একটি অপরিপক্ক ও ব্যক্তিগত বক্তব্য। এতে ভারত সরকারের নীতির প্রতিফলন নেই।'
Comments