দাগনভূঁঞায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ফেনীর দাগনভূঁঞায় চার বছরের শিশুকে নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল হালিম (৬৫) কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায়, শিশুটিকে সাথে নিয়ে তার মা শনিবার পাশের বাড়িতে সেলাইয়ের কাজ করতে যায়। সেখানে আবদুল হালিম ধর্ষণ চেষ্টা করেন শিশুটিকে।
দাগনভূঁঞা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ উল্যাহ জানান, রোববার ওই শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাতেই পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
সোমবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ওই শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
Comments