শীর্ষ খবর

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন র‌্যাবের আরেক সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার (৪০)।
Road Accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।  এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন র‌্যাবের আরেক সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার (৪০)।

আজ সোমবার সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পালংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উখিয়ার পালংখালীর শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কক্সবাজার থেকে টেকনাফ গামী একটি ট্রাক হোয়াইক্যং থেকে উখিয়ার কুতুপালংগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।  এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক এবং  সহকারী পালিয়ে গেছে।’

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, ‘হোয়াইক্যংয়ে র‌্যাবের অস্থায়ী কার্যালয় থেকে উখিয়ায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। তাদের মধ্যে মোটরসাইকেলে যাওয়া র‌্যাব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম ও এএসআই কাউসারকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তরিকুল ইসলাম নিহত হন। আহত কাউসারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উখিয়া থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, ‘এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। তবে, এখনো মামলা হয়নি।’

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

5h ago