শর্ত সাপেক্ষে ১ লাখ টন চাল আমদানির অনুমতি
প্রথম দফায় শর্ত সাপেক্ষে ১০ আমদানিকারককে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
গত রোববার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্যে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আমদানিকারকরা নির্দিষ্ট পরিমাণে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙাদানা বিশিষ্ট নন-বাসমতি সেদ্ধ চাল শর্ত সাপেক্ষে আমদানি করতে পারবে।
এতে আরও বলা হয়েছে, ১০ আমদানিকারক মোট ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল আমদানি করতে পারবে।
প্রজ্ঞাপন মতে, জয়পুরহাটের মের্সাস হেনা এন্টারপ্রাইজ ১০ হাজার মেট্রিক টন, দিনাজপুরের মের্সাস রেনু কনস্ট্রাকশন ১৫ হাজার মেট্রিক টন, বগুড়ার আলাল এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড ১০ হাজার মেট্রিক টন, একই জেলার মের্সাস আলাল এন্টারপ্রাইজ ৫ হাজার মেট্রিক টন ও খুলনার কাজী সোবহান ট্রেডিং কর্পোরেশন ১০ হাজার মেট্রিক টন চাল আমদানি করতে পারবে।
এছাড়াও, নওগাঁর দীপ্ত এন্টারপ্রাইজ ১০ হাজার মেট্রিক টন, একই জেলার আকাশ এন্টারপ্রাইজ ১০ হাজার মেট্রিক টন, ঘোষ অটোমেটিক রাইস মিল ১৫ হাজার মেট্রিক টন, মের্সাস নূরুল ইসলাম ১০ হাজার মেট্রিক টন ও মের্সাস জগদীশ চন্দ্র রায় ১০ হাজার মেট্রিক টন করে চাল আমদানি করতে পারবে।
চাল আমদানির শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরাদ্দ পত্র ইস্যুর সাত দিনের মধ্যে এলসি খুলতে হবে এবং পোর্ট অব এন্ট্রিসহ এ সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে খাদ্য মন্ত্রণালয়কে জানাতে হবে।
যারা ৫ হাজার মেট্রিক টন বরাদ্দ পেয়েছেন তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ২০ দিনের মধ্যে সব চাল দেশে বাজারজাত করতে হবে।
যারা ১০ হাজার মেট্রিক টন থেকে ১৫ হাজার মেট্রিক টন বরাদ্দ পেয়েছেন তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং সর্বমোট ৩০ দিনের মধ্যে সব চাল দেশে বাজার জাত করতে হবে।
Comments