রোহিত বধের ‘পরিকল্পনা তৈরি’, রাহানের ‘ঠাণ্ডা মাথা’ নিয়ে ভয়

Nathan Lyon
ফাইল ছবি: এএফপি

মেলবোর্নে দারুণ জয়ে সিরিজে ফেরা ভারত সিডনি টেস্টে পাচ্ছে রোহিত শর্মাকে। নিশ্চিতভাবেই ব্যাটিং শক্তি বাড়ছে তাদের। তবে ন্যাথান লায়ন জানালেন রোহিতকে আউট করার ছক কষে ফেলেছেন তারা। তাদের বরং ভয় ঠাণ্ডা মাথার আজিঙ্কা রাহানেকে নিয়ে।

৭ জানুয়ারি সিডনিতে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। সব কিছু ঠিক থাকলে ওপেনিংয়ে ফিরছেন রোহিত। বিরাট কোহলি চলে যাওয়ার পর শক্তি হারানো ভারতীয় ব্যাটিং পাচ্ছে আবার বাড়তি জোর।

মঙ্গলবার অনুশীলন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অজি স্পিনার ন্যাথান লায়ন বললেন, রোহিতকে কীভাবে আটকাতে হয় সেই পরিকল্পনা বেশ পোক্ত আছে তাদের,  ‘রোহিত বিশ্বের অন্যতম সেরাদের একজন। তাকে সামলানো সব বোলারদের জন্যই আলাদা চ্যালেঞ্জ। আমরাও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

‘রোহিতকে কীভাবে আটকাবো সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছি। আশা করছি ওর বিরুদ্ধে আমরাই প্রভাব বিস্তার করব। তার মাপের ক্রিকেটারদের প্রতি আমাদের সমীহ আছে।’

মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হতাশায় পুড়িয়েছিল রাহানের ব্যাট। ভীষণ চাপে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক তুলে নেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতেই মূলত ম্যাচে ব্যবধান তৈরি হয়েছে দুদলের। চারিত্রিক দিক থেকে নীরব প্রকৃতির রাহানেকে কথার বানেও নাকি বিদ্ধ করা যায় না। তার বিরুদ্ধেই কাজটা বরং কঠিন মনে হচ্ছে লায়নের,  ‘রাহানের মূল অস্ত্র ওর ঠাণ্ডা মাথা। কোন রকম মন্তব্যেই সে কান দেয় না। স্লেজিংয়ে একদম প্রভাবিত হয় না। একইসঙ্গে স্কিলের দিক থেকে সেরাদের একজন। চুপচাপ রান করে যায়। মেলবোর্নে ও আমাকে সহজেই খেলে দেয়। এই ম্যাচে ওকে আটকাতে হবে।’

ভারতের ব্যাটসম্যানরা অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হলেও বাকি ইনিংসগুলোতে অস্ট্রেলিয়ার চেয়ে ভাল ব্যাট করেছেন। বরং পুরো সিরিজে এখনো পর্যন্ত ধারাবাহিকতার অভাবে ধুঁকছে অজিরা। ভারতের পেসারদের পাশাপাশি অজি ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে হাজির হচ্ছেন অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। নতুন বল হাতে নিয়েও দারুণ চাপ তৈরি করতে দেখা যাচ্ছে তাকে। লায়ন স্বীকার করলেন অশ্বীনকে সামলানোর কোন কার্যকর পরিকল্পনা নেই তাদের ব্যাটসম্যানদের,  ‘অশ্বিন এমন জায়গায় বল ফেলছে আমাদের ব্যাটসম্যানরা তার বিপক্ষে কোন পরিকল্পনা করতে পারেনি। স্টাম্পের গা ঘেঁষে সোজা বল রাখে সে। বরাবরই বলেছি অশ্বিন অসাধারণ স্পিনার। বিশ্বের সব প্রান্তেই সে সফল।’

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

37m ago