পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির আহ্বান পুলিশের
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি)।
পি কে হালদারের বিরুদ্ধে চারটি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট (এনবিএফআইএস) থেকে ১০ হাজার কোটিরও বেশি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল তারা পি কে হালদারের সব বিবরণসহ ইন্টারপোলকে একটি চিঠি দিয়েছেন। এখন চিঠিটি ফাইলের জন্য কমিশনের সামনে উত্থাপিত হবে।
এটি স্বতন্ত্র আইনজীবী সংস্থা নিয়ে গঠিত একটি কমিশন। কমিশন ফাইলের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করবে এবং পরে প্রকাশ্যে একটি রেড অ্যালার্ট জারি করবে বলে জানান তিনি।
‘এজন্য কিছুদিন সময় লাগতে পারে। তবে আমরা আশা করছি শিগগিরই রেড অ্যালার্ট জারি হবে’, বলেন মহিউল ইসলাম।
কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পি কে হালদার এখন টরন্টোয় আছেন। তিনি কানাডীয় পি অ্যান্ড এল হাল হোল্ডিং ইনকরপোরেশনের পরিচালক।
অপর যে তিন প্রতিষ্ঠান থেকে পি কে হালদার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, সেগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে (আইএলএফএসএল), এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি।
২০১৯ সালে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় আলোচনায় উঠে আসেন পি কে হালদার। সেসময় অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে পি কে হালদারসহ ৪৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরপর গত বছরের ৮ জানুয়ারি অবৈধভাবে ২৭৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক।
Comments