জোহেন্সবার্গে তিন দিনে হেরে শ্রীলঙ্কা হোয়াইটওয়াশ

১০ উইকেটের এই জয়ে দুই টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে জিতে লঙ্কানদের হোয়াটওয়াশ করল কুইন্টেন ডি ককের দল।
Lungi Ngidi
লঙ্কানদের দ্বিতীয় ইনিংস মুড়ে দেন লুঙ্গি এনগিদি। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা টুইটার

প্রোটিয়া পেসারদের তোপের মুখে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছিলেন লঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। তাতে কেবল ইনিংস হারই এড়ানো গেছে। রান তাড়ায় সহজ লক্ষ্য তুড়ি মেরে উড়িয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার জোহান্সেবার্গ টেস্টে পুরো দুই সেশনও খেলা হয়নি। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ২১১ রানে গুটিয়ে যাওয়ার পর মাত্র ৬৭ রানের লক্ষ্য পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কোন উইকেট না হারিয়ে মাত্র ১৩.২ ওভারেই তা তুলে নেয় তারা।

১০ উইকেটের এই জয়ে দুই টেস্ট সিরিজের দুটিতেই বড় ব্যবধানে জিতে লঙ্কানদের হোয়াটওয়াশ করল কুইন্টেন ডি ককের দল।

আনরিক নরকিয়ার বিধ্বংসী পেসে প্রথম ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে গিয়েই ম্যাচ অনেকটা স্বাগতিকদের হাতে তুলে দিয়েছিল করুনারত্নের দল। বিশ্ব ফার্নেন্দোর ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকা ৩০২ রানে আটকে গেলে ম্যাচে ফেরার একটা ক্ষীণ আশা জেগেছিল তাদের।

কিন্তু করুনারত্নের সেঞ্চুরি বাড়িয়েছে কেবল আক্ষেপ। তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। ১২৮ বলে ১০৩ রান করে নরকিয়ার শিকার হন লঙ্কান অধিনায়ক। বাকিদের মধ্যে লাহিরু থিরিমান্নে আর নিরোশান ডিকভেলা পেরিয়েছিলেন ত্রিশের ঘর। আর কেউ দাঁড়াতেই পারেননি।

৪৪ রানে ৪ উইকেট নিয়ে এই ইনিংসে লঙ্কানদের ধসিয়ে দেওয়ার কারিগর লুঙ্গি এনগিদি। প্রথম ইনিংসে ৫৬ রানে ৬ উইকেট পাওয়া নরকিয়া এবার নেন ৬৪ রানে ২ উইকেট। তরুণ পেসার লুথু সিম্পালা ৪০ রানে পেয়েছেন ৩ উইকেট। বাকি উইকেট নিয়েছেন অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago