গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি, ছিনতাই
মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে স্ক্রাচ কার্ড, সিম ও রিচার্জের টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপর ১২ টার দিকে উপজেলার জামসা এলাকায় এই ঘটনা ঘটে।
আহত লিটন মিয়া (৩৮) কে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংগাইর গ্রামীণ ফোন সেন্টারের ইনচার্জ মুশফিকুর রহমান জানান, লিটন সিংগাইরের জামসা ও গোলাইডাঙ্গা এলাকায় বিক্রয় প্রতিনিধির কাজ করত। দুপুর ১২ টার দিকে মোটরসাইকেলে আসার পথে জামসা এলাকায় অপর একটি মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে লিটনের দুই পায়ে দুটি গুলি করে দুর্বৃত্তরা ৭৬ হাজার টাকার স্ক্রাচ কার্ড, নতুন সিম ও ৫০ হাজার টাকার লোডের সিম লুট করে নিয়ে যায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments