লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আগুন
লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুদামে আজ মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কৃষি অফিস কর্মকর্তারা জানান, বিকেলে হঠাৎ গুদামের ভেতর থেকে কালো ধোয়া বের হতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা হামিদুর রহমান জানান, গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
Comments