আশ্রয় শিবিরে আগ্নেয়াস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

​টেকনাফের উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
কক্সবাজারের বালুখালী শরণার্থী শিবির। রয়টার্স ফাইল ছবি

টেকনাফের উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশ্রয় শিবিরের রইক্ষ্যং উত্তরপাড়া জসিমের বাড়ির সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

কক্সবাজার ১৬ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. তরিকুল ইসলাম বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আটক চার রোহিঙ্গা— হলেন উনচিপাং রোহিঙ্গা শিবিরের হমিদুল্লাহ, উখিয়া উপজেলার জামতলী শিবিরের ফোরকান আহমদ, মো. আইয়াছ ও নুর আলম।

মো. তরিকুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে— গোপনে এমন তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল  উনচিপ্রাংয়ের পুটিবনিয়া ২২ নম্বর আশ্রয় শিবিরে অভিযান চালায়। অভিযানে চার রোহিঙ্গাকে একটি দেশে তৈরি বন্দুক, একটি কার্তুজ ও একটি রামদাসহ আটক করা হয়। অস্ত্র আইনে মামলা করে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, চার রোহিঙ্গাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Raise Rohingya repatriation issue at Asean for quick solution

Interim government Chief Adviser Professor Muhammad Yunus requested Malaysian Prime Minister Anwar Ibrahim to raise and pursue the Rohingya repatriation issue at the Association of Southeast Asian Nations (Asean) for a quick solution...Professor Yunus while holding a joint press appe

1h ago