হেফাজতে মৃত্যু: আদালতে হত্যা মামলা, এসআই ক্লোজড
বরিশালে মাদক মামলায় কারাগারে পাঠানো শিক্ষানবিশ আইনজীবী রেজাউল ইসলাম রেজার (৩০) হাসপাতালে মৃত্যুর ঘটনায় আদালতে মামলা করেছে তার পরিবার।
এ ঘটনায় প্রশাসনিক কারণ দেখিয়ে অভিযুক্ত মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহিকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এই হত্যা মামলা করেন রেজার বাবা।
মামলার আইনজীবী মহসিন মন্টু দ্য ডেইলি স্টারকে জানান, মামলায় এসআই মহিউদ্দিন মাহিসহ আরও দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
মামলার বাদী বলেন, ‘গত ২৯ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ সদস্য মহিউদ্দিন মাহি ও তার সঙ্গী দুই পুলিশ সদস্য আমার ছেলেকে নির্যাতন করতে করতে গাড়িতে তুলে। রাতে ডিবি কার্যালয়ে নিয়ে রোলার দিয়ে পেটায়। এতে সে অসুস্থ হয়ে রোববার ভোরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।’
এ ঘটনায় কোতোয়ালি পুলিশ মামলা নিতে অস্বীকার করায় দোষীদের শাস্তির দাবীতে আদালতে ন্যায়বিচার প্রার্থনা করে মামলা করেছেন বলে জানান তিনি।
আইনজীবী মহসিন মন্টু জানান, মহানগর আদালতের বিচারক আনিছুর রহমান মামলা নথিভুক্ত করে পিবিআইকে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার আদেশ দিয়েছেন।
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মহিউদ্দিন মাহিকে সোমবার রাতে ক্লোজড করা হলেও পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানানো হয়েছে।
এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘মহিউদ্দিন মাহির বিরুদ্ধে গণমাধ্যমে যে কথাগুলো এসেছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ জমা দেয়নি।’
উল্লেখ্য, রেজা বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের বাসিন্দা ও ব্যবসায়ী ইউনুছ মুন্সীর ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য জাকির হোসেন মিন্টুর সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে প্র্যাকটিস করে আসছিলেন।
আরও পড়ুন:
Comments