দীপিকার আজ বিশেষ দিন
বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৮ সালে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর উপহার দিয়েছেন বক্স অফিস কাঁপানো অনেক সিনেমা।
আজ মঙ্গলবার দীপিকার ৩৫তম জন্মদিন। ১৯৮৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করা এ অভিনেত্রী ৩৬ বছরে পা রাখলেন।
বলিউডের সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে। শৈশবের কিছু সময় ডেনমার্কে কাটানোর পর চলে আসেন ভারতের বেঙ্গালুরুতে। তারপর সেখানেই তার বেড়ে ওঠা। মডেলিং দিয়ে শোবিজ জগতে যাত্রা শুরু করেন।
বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা রণবীর সিং তার স্বামী। দীপিকা বর্তমানে সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ ছবিতে কাজ শুরু করেছেন তিনি।
সম্প্রতি ভারতের গণমাধ্যম জি নিউজ জানিয়েছে, চলতি বছরেই ‘ধুম ৪’ ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দীপিকাকে।
Comments