ফাইজারের ভ্যাকসিন সরবরাহে জটিলতা, চাহিদার অর্ধেক পাচ্ছে বেলজিয়াম
উৎপাদন ও সরবরাহজনিত জটিলতার কারণে বেলজিয়ামকে চলতি মাসে চাহিদার অর্ধেক করোনা ভ্যাকসিন দিতে পারবে বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েভেস ভ্যান লাথেম জানান, ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ব্যবস্থাপনাজনিত জটিলতা তৈরি হওয়ায় বেলজিয়ামে ভ্যাকসিন সরবরাহে সমস্যা হচ্ছে। এতে ভ্যাকসিন কর্মসূচির পরিকল্পনাতেও জটিলতা তৈরি হয়েছে।
তবে এ জটিলতা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদেরকে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান ফাইজার জানুয়ারি মাসে তিন লাখ ডোজের কিছু বেশি ভ্যাকসিন সরবরাহ করবে। এটা আমাদের ভ্যাকসিন কর্মসূচি পরিকল্পনার অর্ধেক।’
‘এ মাসে আমাদের ছয় লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল’, বলেন তিনি।
এক সপ্তাহ পরীক্ষামূলক ভ্যাকসিন কার্যক্রমে দেশের চারটি নার্সিংহোমে প্রায় ৭০০ লোককে ভ্যাকসিন দেওয়ার পর আজ মঙ্গলবার থেকে বেলজিয়ামে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল।
ভ্যান লাথেম বলেন, ‘ভ্যাকসিন কার্যক্রমের প্রথম পর্যায়ে শারীরিকভাবে বেশি অসুস্থদের দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে।’
Comments