পিলখানা হত্যা মামলা: খালাস চেয়ে ৯ আসামির আপিল

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নয় আসামি খালাস চেয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন। আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্ট বিভাগের দেওয়া মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ করে গতকাল মঙ্গলবার তারা সম্মিলিতভাবে আইনজীবীর মাধ্যমে ৫৫ হাজার ৬২৩ পৃষ্ঠার আপিল করেন।

এরা হলেন— সিপাহী কামাল মোল্লা, সিপাহী আবদুল মোহিত, হাবিলদার ইউসুফ আলী, সিপাহী বজলুর রশীদ, সুবেদার মো. শহীদুর রহমান, নায়েক সুবেদার ফজলুল করিম, হাবিলদার এবিএম আনিসুজ্জামান, সিপাহী মো. মনিরুজ্জামান ও নায়েক আবু সাঈদ আলম।

আমিনুল ইসলাম আরও বলেন, আমার ক্লায়েন্টরা নিজেদের সম্পৃক্ত করে জবানবন্দি দেননি। যে কারণে আইনের চোখে  এটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নয়।

কবে নাগাদ শুনানি শুরু হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেন। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনা ঘটে। দুই দিনে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় ২৮ ফেব্রুয়ারি লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। মামলাটি পরবর্তীতে নিউমার্কেট থানায় স্থানান্তর করা হয়। বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
International Crimes Tribunal 2 formed

Govt issues gazette notification allowing ICT to try political parties

The new provisions, published in the Bangladesh Gazette, introduce key definitions and enforcement measures that could reshape judicial proceedings under the tribunals

3h ago